Wednesday , 7 May 2025
Home চট্রগ্রাম বিভাগ সারাদেশ টেকনাফে যৌথ অভিযানে মাদকসহ আটক ২
সারাদেশ

টেকনাফে যৌথ অভিযানে মাদকসহ আটক ২

টেকনাফ সংবাদদাতা :

কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২০) নামের একজনকে আটক করা হয় এবং ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ ওমর ফারুক (২৭) নামের একজনকে আটক করা হয়।

সোমবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচএমএম হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ মে ২০২৫ তারিখ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় ওই এলাকায় একজন সন্দেহজনক মোটর সাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২০) কে আটক করা হয়।

অপরদিকে একইসময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত রাখা ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারী ওমর ফারুক (২৭) কে আটক করা হয়। অভিযান চলাকালীন মাদক পাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পা কেটে যায়। আভিযানিক দল কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করত উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই মাদক পাচারকারী চিকিৎসাধীন রয়েছে।

আটককৃত মাদক পাচারকারীর বিবরণঃ
আটককৃত ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম (২০) ও মদ কারবারী ওমর ফারুক (২৭) উভয়েই টেকনাফ থানার বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

উখিয়ায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা: উখিয়ায় পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুইটি মরদেহ উদ্ধার...

সারাদেশ

রায়পুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য আটক

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা ছিনতাই ও যাত্রী-চালকের ওপর হামলার ঘটনায়...

সারাদেশ

নোয়াখালীতে আন্তণগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালী সংবাদদাতা: ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ পাওয়া নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত...

সারাদেশচট্রগ্রাম বিভাগ

মায়ানমারে পাচারকালে ১টা বোটসহ ৬০০ বস্তা সার ও ১০ সার পাচারকারী আটক

কক্সবাজার সংবাদদাতা: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে সার পাচার কালে...