ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ সহ ২৬ জন বাংলাদেশ থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ মে) বিকেলে ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালি, কুমিল্লা পাড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ সহ ২৬ জন বাংলাদেশী কে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ১৩ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা সবাই যশোর নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা।

একইদিনে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোবাখালি বাজারের পিছনে পাকা রাস্তার ওপর হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামি বিহীন ১১বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক নারীদের যশোরের জাস্টিস কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান তিনি।
Leave a comment