শার্শা (যশোর) সংবাদদাতা:
যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বার সহ শুভ ঘোষ(৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লক্ষ টাকা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে। জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা হয়েছে বলে জানান তিনি।
Leave a comment