Sunday , 4 May 2025
Home চট্রগ্রাম বিভাগ সারাদেশ নোয়াখালীতে আন্তণগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ
সারাদেশ

নোয়াখালীতে আন্তণগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালী সংবাদদাতা:

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ পাওয়া নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (৪ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা সোনাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনে লাল পতাকা নিয়ে অবস্থান নেন এবং প্রায় দেড় ঘণ্টা ট্রেনটি অবরোধ করে রাখেন। পরে আগামী ১০ দিনের মধ্যে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ২০২৩ সালে বরাদ্দ পাওয়া ট্রেনটি এখনও চালু না হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। নোয়াখালী থেকে বাসে করে ঢাকা যেতে লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। অথচ ট্রেনযোগে সোনাপুর থেকে সকাল ৬টায় ছেড়ে দুপুর ১টায় ঢাকায় পৌঁছায় যা যাত্রীদের জন্য দুর্বিষহ। আমরা বহুদিন ধরেই সময়নিষ্ঠ নতুন ট্রেনের দাবি জানিয়ে আসছি।

এ বিষয়ে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশচট্রগ্রাম বিভাগ

মায়ানমারে পাচারকালে ১টা বোটসহ ৬০০ বস্তা সার ও ১০ সার পাচারকারী আটক

কক্সবাজার সংবাদদাতা: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে সার পাচার কালে...