Tuesday , 6 May 2025
Home সারাদেশ উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি করায় কারাদণ্ড
সারাদেশ

উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি করায় কারাদণ্ড

কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে হারুনুর রশীদ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে।

তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হারুনর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নদী থেকে অনুমোদনহীনভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।
বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

শার্শায় ১০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

শার্শা (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বার সহ শুভ ঘোষ(৩১)...

সারাদেশ

অধ্যাপক লাকি খাতুনের ধর্মীয় মন্তব্যে উত্তাল কচাকাটা:

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজের সহকারী অধ্যাপক লাকি খাতুনের একটি...

সারাদেশ

জয়পুরহাটে ছাগল বাঁধতে বাঁধা দেয়ায় দলবদ্ধ হয়ে নারীকে নির্যাতন

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের পূর্ব সাহাপুর ঘনাপাড়া গ্রামের আতাউর রহমানের...

সারাদেশ

আমতলীতে ইসলামি শ্রমিক আন্দোলনের চার দফা দাবিতে মানববন্ধন

বরগুনা সংবাদদাতা: আমতলী-পুরাকাটা ইজারা বাতিল, খেয়াভাড়া ১০ টাকা করা, স্কুল কলেজ মাদ্রাসার...