Monday , 12 May 2025
Home ঢাকা বিভাগ, সারাদেশ টেকনাফে ১৪ জন অপহৃত বাংলাদেশী নাগরিক উদ্ধার
সারাদেশঅপরাধ সংবাদ

টেকনাফে ১৪ জন অপহৃত বাংলাদেশী নাগরিক উদ্ধার

টেকনাফ সংবাদদাতা:

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জন অপহৃত বাংলাদেশী নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

‎গতরাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় কুখ্যাত মানব পাচারকারী চক্রের মূলহোতা মৃত হাফেজ আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৯) এর গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জন অপহৃত বাংলাদেশী নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অপহৃতরা বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা। এসময় ভুক্তভোগীদের কাছথেকে জানা যায়, এ চক্রটি দালালদের মাধ্যমে মোবাইল ফোনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে টেকনাফে নিয়ে আসে। পরে সুযোগ বুঝে টেকনাফ ও মেরিন ড্রাইভের বিভিন্ন স্থান থেকে তাদেরকে অপহরণ করে দুর্গম লুকায়িত জায়গায় তাদের আটক করে রাখা হয়েছিল। তারপর থেকে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল।

এছাড়াও মুক্তিপন আদায়ে অপহরণকারী চক্রটি ভুক্তভোগীদের উপর অমানবিক শারীরিক নির্যাতনও করেছে। অত্যাচারের এ সকল অমানবিক ভিডিও চিত্র ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হতো।


‎উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০২৫ ইং গভীর সাগর পথে মায়ানমার হতে বাংলাদেশে মানব পাচারকালে মোঃ সাইফুল ইসলামসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ভুক্তভোগীদের উদ্ধার করা সম্ভব হয়। পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে ২৪ এপ্রিল ২০২৫ ইং টেকনাফ মডেল থানায় একটি মানব ও মাদক পাচারের দায়ে মামলা দায়ের করা হয়।


‎অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগীদের কাছথেকে প্রাপ্ত তথ্য উপাত্তের পর্যালোচনা ও বিশ্লেষণ করে মানব পাচারকারীদের গ্রেপ্তারে মেরিন ড্রাইভ সড়ক এবং দমদমিয়া এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়।


‎অধিনায়ক বলেন, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অপরাধ সংবাদ

সাভারে মেয়ের হাতে বাবা খুন

সাভার সংবাদদাতা: সাভারে পিতা আব্দুস সাত্তারকে হত্যা করে ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ...

অপরাধ সংবাদসারাদেশ

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২৬ বাংলাদেশী আটক

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ...

অপরাধ সংবাদ

ওজোপাডিকোর টেন্ডারে একই প্রকল্পে দ্বৈতনীতি

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) পরিচালিত ‘স্মার্ট প্রিপেইড...

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গুলি ও পিস্তল সহ আটক ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আজমেরী...