Monday , 12 May 2025
Home সারাদেশ কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়ে আটক ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না
সারাদেশ

কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়ে আটক ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না

কক্সবাজার সংবাদদাতা

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার কক্সবাজার ঘুরে শনিবার চট্টগ্রাম যায় তামান্না। এদিন (১০ মে) রাত সাড়ে দশটায় বাকলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম বহদ্দারহাটের বাড়াই পাড়ায় অবস্থিত ইয়াকুব ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্র জানায়, নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার আসামি তামান্না শারমিন। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের মতো তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘিদন থেকে পুলিশ তাকে গেপ্তারের অভিযান চালাচ্ছিল বলে জানায় পুলিশ।

বাকলিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সাজ্জাদের স্ত্রী তামান্নাকে তার খালাতো বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাত্র থানায় নিয়ে আসা হয়েছে। জোড়া খুনের মামলায় তাকে আজ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় গত ৩০ মার্চ একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে গত ১৫ মার্চ রাতে সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতাসহ ১০ জনকে আটক

গাজীপুর সংবাদদাতা: এনজিও ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে...

সারাদেশ

জাল সনদে মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ বছর চাকুরী

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদে জাল...

সারাদেশ

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জনসংখ্যা প্রায় আড়াই লাখ। এ উপজেলার স্বাস্থ্য...

সারাদেশ

উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি করায় কারাদণ্ড

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে...