কক্সবাজার সংবাদদাতা:
রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলামিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১২মে) র্যাব-৫ ও র্যাব-১৫ এর যৌথ দল কক্সবাজারের কলাতলী সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আজহারের পুত্র মো. আলামিন (৩৫). মো. আরফান আলীর পুত্র মো. শহিদুল ইসলাম (২৫), আজির উদ্দিনের পুত্র মো. শাহাবুর (৩০), মো. গবির উদ্দিনের পুত্র মো. রিপন (২৫) ও মো. মেহের আলীর পুত্র মো. মেহেদী হাসান বাটুল। তারা সকলেই দুর্গাপুর তরিপতপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ এপ্রিল রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মো. মকুবল হোসেনসহ গ্রামের লোকদের উপর অতর্কিত হামলা করে। এতে মকবুল হোসেন গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আসামিদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
আসামিরা সুকৌশলে নিজেদের দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামিদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণ বিক্ষোভ করে।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে র্যাব-৫ ও র্যাব-১৫ এর যৌথ দল কক্সবাজারের কলাতলী সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আলামিনসহ এজাহারনামীয় পলাতক পাঁচজনক
Leave a comment