Monday , 5 May 2025
Home ঢাকা বিভাগ, সারাদেশ ময়মনসিংহ বিভাগ নিকলীতে কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা
সারাদেশ

নিকলীতে কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

অবৈধ পন্থায় মাটি কেটে কৃষি জমির উর্বরতা নষ্ট করার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারো অভিযান পরিচালনা করেছে নিকলী উপজেলা প্রশাসন।

সোমবার(৫ মে )সকাল পৌনে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে গুরুই ইউনিয়নের ছেত্রা এলাকায় কৃষি জমির মালিক নাজিম উদ্দিন(৫৫)কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অর্থ দন্ডপ্রাপ্ত নাজিম গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামের আবদুল জব্বারের পুত্র।

জানা যায়, শুকনো মৌসুমে নিকলী হাওর এলাকার কৃষি জমির উর্বর মাটি কেটে শ্রেণী পরিবর্তন করছে মাটি খেকোর একটি চক্র। অর্থের লোভে অনেক কৃষক মাটি খেকোদের খপ্পরের পড়ে কৃষি জমির মাটি বিক্রি করে দিচ্ছে ইট ভাটায়। যার কারনে হুমকির মুখে পড়ছে হাওরের পরিবেশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিকলী উপজেলার কুর্শা গুরুই সড়ক সংলগ্ন পূর্ব দিঘাবিল কৃষি জমিতে ভেকুর সাহায্যে মাটি কাটার সময় কৃষি মালিককে আটক করে।

তখন মাটি ও বালু মহল আইনে ২ লক্ষ টাকা জরিমানা করেন। এর আগে গত এক সপ্তাহে সোয়াইজনি নদী নদীর পাড়ে মাটি কাটায় জনৈক ব্যক্তিকে ৫০হাজার ও সিংপুর নোয়া পাড়া এলাকায় একই অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গোপন সূত্রে মাটি কাটার সংবাদ পেয়ে সকাল পৌনে ৮টার দিকে এই অভিযান পরিচালনা করে জড়িত কৃষি জমির মালিককে জরিমানা করা হয়। বিভিন্ন সময় ক্রয়কৃক ব্যক্তিকে জরিমানা করি,কিন্তু এবার কৃষি মালিককে জরিমানা করা হয়েছে যেন পরবর্তী মাটি বিক্রি করতে সাহস পাবেনা। জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *