মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুর জেলার মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল তালুকদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। রুবেল ও তার পরিবার দীর্ঘ ১২ বছর যাবত জোরপূর্বক বিরোধীয় জমি দখলে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মালিকানা দাবিদার অহিদুল ইসলাম তালুকদার ও রাকিব তালুকদার।
জানা যায় ২০১৪ সালে রুবেল তালুকদারের ছোট ভাই আরিফ তালুকদার কে ঢাকায় অবস্থানের সময় অহিদুল ইসলাম তালুকদারের সৎ ভাই আল-আমীন তালুকদার ও জসিম ফরাজী হত্যা করে এই হত্যার রেশ ধরে গত ১২ বছর হত্যা মামলার আসামি আল-আমীন তালুকদারের সৎ ভাইদের তার নিজ জমিতে যেতে বাধা প্রদান করেন যুবদল নেতা রুবেল তালুকদার।
ভুক্তভোগী অহিদুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ রয়েছে ২০১৪ সালে আমাদের প্রতিবেশী আরিফ তালুকদার, পিতা হিরু তালুকদার তাকে আমার সৎ ভাই আল-আমীন তালুকদার ও জসিম তালুকদার ডাকাতির মালামাল ভাগাভাগির বিরোধ নিয়ে হত্যা করে এই হত্যা কান্ডের বিচার আদালতে বিচারাধীন এই হত্যার সাথে আমি এবং আমার পরিবারের কেউ জরিত না এই হত্যা কান্ডের রেশ ধরে গত ১২ বছর আমাদের জমি জোর করে দখল করে আছেন রুবেল তালুকদার ও তার পরিবার গত ১০ তারিখ আমার আপন ছোট ভাই রাকিব তালুকদার জমিতে তারকাটা দিয়ে সিমানা দিতে গেলে তার উপর অতর্কিত হামলা করেন রুবেল তালুকদার ও তার সহযোগিরা।
এদিকে অভিযোগ অস্বীকার করে রুবেল তালুকদার বলেন, আমার আপন ভাইকে ২০১৪ সালে অহিদুল ইসলাম তালুকদারের সৎ ভাই আল-আমীন ও তার সহযোগী হত্যা করেন সেই হত্যার কোন বিচার না হওয়া প্রর্যন্ত তাদের সাথে কোন অপোষ হবে না।
Leave a comment