প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা):
বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে গভীর রাতে ০৫/২০২২ দেওয়ানী মামলা চলমানকৃত জমিতে একটি সংঘবদ্ধ দল জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাগানের বহু সুপারি গাছ কেটে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী মরহুম আব্দুল মজিদ মোল্লার পুত্র আরাফাত ও আমির হোসেন জানান, গতকাল (৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ একই এলাকার আব্দুল হাকিম চৌকিদারের পুত্র জাহাঙ্গীর, মরহুম রফেজ মোল্লার পুত্র সেলিম মোল্লা, আব্দুল আজিজের পুত্র মন্টু ও মরহুম ধলু সিকদারের পুত্র ফরিদ তাদের রোপণকৃত বাগানে ঢুকে সুপারি গাছগুলো কেটে ফেলে।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানায় আমি এ ঘটনার কিছুই জানি না। আমার সাথে কোন জমাজমি নিয়া তাহাদের সাথে সমস্যা নাই।
স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দেওয়ানী মামলা চলমান রয়েছে। এর পরও প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে রাতে গোপনে গাছ কাটার মতো ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a comment