নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও মাদ্রাসা হলে থাকা ছাত্রদের সাথে কয়েক দফা সংঘর্ষ খবর পাওয়া গেছে।
সংঘর্ষে কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। আহতরা ফাজিল ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ১০টার দিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারী ফাহিম ফয়সাল, সৌরভ, সাজ্জাদ ও রাকিব ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মধ্যে মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ রাত ১০ টা থেকে রাত ১টা পর্যন্ত চলতে থাকে
এতে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। আলিয়া ক্যাম্পাস এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবির ও সহকারী হল সুপার মোঃ আব্দুর রহিম ঘটনাস্থলে খবর শুনে দ্রুত উপস্থিত হয়। তারা ঢাকা আলিয়ার ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিমাংসার জন্য সিদ্ধান্ত হয়।
সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারী সকলকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান।
Leave a comment