Friday , 16 May 2025
Home সারাদেশ ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত
সারাদেশ

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সামিউর রহমান আলভি (২৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক যুবক।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, আলভিকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯ টার দিকে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকায় থাকেন।

আলভির এক আত্মীয় জানিয়েছেন, আলভী জিগাতলায় ফুপুর বাসা থাকতো, হয়তো সেখানেই যাচ্ছিল। তবে কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কিছুই বলতে পারেননি।

আলভীর মামি মাহি বেগম জানান, রাত সোয়া ৮টার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপরজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৬৬২ জন

নিউজ ডেস্ক: পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৬২...

সারাদেশ

নাগেশ্বরীর চরাঞ্চল উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাংবাদিক...

সারাদেশ

৬ বছরেও প্রত্যাহার হয়নি ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদ মোস্তফার ৬ মামলা

কক্সবাজার সংবাদদাতা: মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি খুনী ওসি প্রদীপ...

সারাদেশ

ফরিদপুরে এসটিডি এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা ফরিদপুরে বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারদের জন্য এসটিডি, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা...