তালতলী (বরগুনা) সংবাদদাতা:
বরগুনায় ১ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করার পর নদীতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পায়রা নদীতে পোনা অবমুক্ত করে মৎস্য বিভাগ। এর আগে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া বাজারে অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পঁচাকোড়ালিয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মৎস আড়তের মধ্য থেকে ড্রাম ও হাড়িতে রাখা এক লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলীর পঁচাকোড়ালিয়া বাজার থেকে রেণুগুলো জব্দ করা হয়। পরে তা নদীতে অবমুক্ত করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গলদা চিংড়ির পোনা জব্দ করতে স্থানীয়দের সহযোগিতা দরকার। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।’
Leave a comment