কক্সবাজার সংবাদদাতা:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে স্থানীয় আব্দুল আলম প্রকাশ কালু সওদাগরের মুদির দোকান।
শুক্রবার(১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় জনতা এগিয়ে আসে। জনসাধারণের প্রচেষ্টায় আধা ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে আগুন দেখতে পেয়ে ছুঁটে আসি। পরে সবাই উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, আমাদেরকে ৯৯৯ এর মাধ্যমে জানানোর পর দুটি ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণে ছিলো। উনাদের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দুই কক্ষ বিশিষ্ট দোকানের সব মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা বলে জানান তিনি।
Leave a comment