বরগুনা সংবাদদাতা:
বরগুনায় ডিবি পরিচয় দিয়ে মানুষকে হয়রানি, প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩রা মে) বিকেল ৫টার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া একজনের নাম রিয়াজ উদ্দিন (২৬)। তিনি আমতলীর আড়পাঙ্গাশিয়া গ্রামের হাবিব তালুকদারের ছেলে। অপরজন মো. রাসেল (২৫)। তিনি একই এলাকার আবু হানিফের ছেলে।
ববরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ আমতলীর গুলিশাখালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জয়নব বেগম নামের এক ভুক্তভোগী ৯ এপ্রিল আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পিটিশন মামলা দায়ের করেন।
কোর্ট থেকে মামলার কপি নিয়ে তদন্ত কর্মকর্তা সেজে রিয়াজ উদ্দিন ও রাসেল ডিবি পুলিশ পরিচয়ে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তারা তার মা’কে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা নেয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী মো. মাসুম মৃধা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে জানায়। এ বিষয়ে সত্য উদঘাটনে ডিবির একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর পঁচাকোড়ালিয়া এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয় দেয়া দুজনকে আটক করে।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, ডিবি পরিচয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত করা হয়। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a comment