গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মিনা বেগম পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে পরকীয়া প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক চলাকালীন সময় এলাকাবাসীর হাতে ধরা পরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল স্বামীর বোনজামাই বাগেরহাট জেলার লোকমান মোল্লার ছেলে আরিফ মোল্লার। রবিবার ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিনা ও আরিফ একত্রে বাড়ি থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পাটগাতী বাজারের স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে উভয় পরিবারের কাছে খবর পাঠান। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের আত্মীয়রা এসে তাদের উদ্ধার করে। ঘটনার পর মিনাকে তার পিত্রালয়ের লোকজন নিয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “আমি সামাজিকভাবে চরম অপমানিত ও ভেঙে পড়েছি। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ আমি দিশেহারা। এই ঘটনার পর আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবো না।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি সমাধানের দাবি জানান।
এদিকে এলাকাবাসী মা হারা তিনটি শিশুর মানবেতর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন নৈতিক অবক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
Leave a comment