টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালেংকা গ্রামে জাগির মামুদ মন্ডল ওয়াক্ফস্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওয়াকফস্টেটের শুভাকাঙ্খী ও গ্রামবাসী।
শনিবার (৩রা মে) বিকেলে জাগির মামুদ মন্ডলবাড়ি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ বলেন, জাগির মাহমুদ মন্ডল জীবিত অবস্থায় এই ওয়াক্ফ স্টেটটি প্রতিষ্ঠা করেন। যার (নিবন্ধন নং: ১০৫৮০)। ওয়াক্ফ দলিল শর্ত অনুযায়ী তাদের পালকপুত্র কলিম উদ্দিন সরকার এই সম্পত্তির পরবর্তী মোতাওয়াল্লি হন। এরপর শর্ত ছিল যে পরিবারে যিনি বয়োজ্যৈষ্ঠ ও ধার্মিক হবেন তিনি হবেন মোতাওয়াল্লি।
এরই মধ্যে ওয়াক্ফ সম্মিত্তিকে কেন্দ্র করে গ্রাম দুটি ভাগে বিভক্ত হয়। একটি পক্ষ মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে কলিমউদ্দিন সরকারকে সন্তানহীন প্রমাণ করতে এক নতুন মোতাওয়াল্লি নিয়োগের চেষ্টায় মামলা করে।
এরপর ধারাবাহিকভাবে আমজাদ হোসেন এবং সোহরাব মোতাওয়াল্লি হন। কিন্তু সোহরাবের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। এরপর আওয়ামী সরকারের সাবেক এমপি আবদুল লতিফ সিদ্দিকীর ডিও লেটারে আব্দুল আজিজ মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন আব্দুল আজিজ ১৫ বছর দায়িত্ব পালন করলেও তাঁর সময়ে ওয়াক্ফ স্টেটের আয়-ব্যায়ের কোন হিসাব দেননি এবং অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন। গত দুই থেকে তিন বছর আগে আব্দুল আজিজ মারা যাওয়ার পরে এই ওয়াক্ফ স্টেটে বৈধ কোন মোতাওয়াল্লি নেই। কিন্তু আব্দুল আজিজ এর ছেলে মোসলেম উদ্দিন নিজেকে মোতাওয়াল্লি হিসাবে দাবি করে ওয়াক্ফ স্টেটের ফলনযোগ্য জমির শ্রেণি পরিবর্তন করে মসজিদ নির্মাণ করার কথা বলে অবৈধভাবে মাটি বিক্রি করছে, যা পুরো ওয়াক্ফ স্টেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা দাবি করেন মোসলেম উদ্দিনের মোতাওয়াল্লির কোন বৈধতা নেই।
তাদের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মোসলেম উদ্দিন, লতিফ গংরা জাগির মামুদের মনোনীত কলিম উদ্দিনের ওয়ারিশগণদের বিভিন্ন ভয়ভীতি দেখান এবং হামলা করতে আসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলিম উদ্দিনের ছোট মেয়ে জাহানারা বেগম, নাতি তৌহিদ রশিদ, গ্রামবাসী জহিরুল হক দুলাল, চাঁন মাহমুদ, ইমান আলী মিয়া, জানোয়ার হোসেন ও হানিফা।
সংবাদ সম্মেলন থেকে অবৈধ এ কর্মকাণ্ড বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও তারা প্রশাসনের প্রতি জমি রক্ষা ও ওয়াক্ফ স্টেটের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান।
Leave a comment