গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. সাইদ শেখ (৪৭) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়া গ্রামের মো. মমিন শেখের ছেলে।
থানা এজাহার সূত্রে জানা যায় ১৪ মে বুধবার দিনগত রাত ১১ টার দিকে দৌলতদিয়া যৌন পল্লীর আসামী সাইদ শেখের বাড়ির দক্ষিণ পাশের মাঝখানের কক্ষের ভেতর হতে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a comment