কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম শফি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও বিএনপি সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, এনজিও মহিদেব উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সুলতান আহমেদ সজীব, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম।
বক্তারা বলেন, নাগেশ্বরীর দুর্গম চরাঞ্চলে আজও ন্যূনতম শিক্ষা ও স্বাস্থ্যসেবা অপ্রতুল। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, ফলে শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হন।
তাঁরা বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং এনজিওদের সমন্বিত কার্যক্রম চরাঞ্চলের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে।
এছাড়াও বক্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা চরাঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনার প্রস্তাব দেন।
সভা শেষে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়, যাতে সাংবাদিক, এনজিও এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যৌথভাবে চরাঞ্চলের উন্নয়নে কাজ করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a comment