Thursday , 15 May 2025
Home খুলনা বিভাগ, অপরাধ সংবাদ খুলনায় দেশি ও বিদেশি মদ সহ গ্রেফতার ২
অপরাধ সংবাদ

খুলনায় দেশি ও বিদেশি মদ সহ গ্রেফতার ২

খুলনা সংবাদদাতা:

ঢাকা থেকে দেশি ও বিদেশি মদের চালান নিয়ে খুলনায় এসে গ্রেফতার হলেন দুজন। এসময় জব্দ করা হয় দুটি প্রাইভেট কার।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে খুলনার রূপসা সেতুর টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ঔই মদের চালান উদ্ধার করে।

এসময় গ্রেফতার করা হয় মো: আব্দুর রহিম শরীফ (৫৩) এবং গাড়ি চালক মো: ওয়াহাব শিকদার (৬০)। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৪ পিচ বিদেশি বিভিন্ন ব্রান্ডের এবং ৪৬ পিচ দেশীয় কেরু এ্যান্ড কোম্পানীর মদ।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনার উপ পরিচালক মো: মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা ঢাকা থেকে দেশি ও বিদেশী মোট ৮০ পিচ মদের ইন্সটেন্ট বোতল নিয়ে খুলনায় আসছিল।

এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ” খ” সার্কেলের একটি টিম রুপসা সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করে। তবে উদ্ধারকৃত মদের মুল্য প্রাথমিকভাবে নিরুপন করা যায়নি।

আটককৃতরা জানান, ঢাকার একটি মাদক ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে মাঝে মধ্যে ভাড়াকরা প্রাইভেট কার যোগে খুলনায় এসে মদের চালান খুলনার ব্যবসায়ী গ্রুপের কাছে হস্তান্তর করে চলে যান।

জানা গেছে, এর আগেও তারা একাধিকবার খুলনায় আসে। সেখানে ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ির নম্বর পেয়ে খুলনার মাদক ব্যবসায়ীরা বিশেষ সিগনালের মাধ্যমে অন্য গাড়িতে মদ গুলো তুলে নিয়ে যায়। তবে খুলনার কারা এর সাথে জড়িত তাদের কারো নাম বলতে পারেননি গ্রেফতারকৃতরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আটক হওয়ার পর একাধিকবার আব্দুর রহিম শরীফের মোবাইলে জামাল নামের একজন হোয়াটসঅ্যাপে কল দেয়। কিন্তু আব্দুর রহিম জামাল নামে কাউকে চেনেন না বলে জানান।

প্রাইভেটকার চালক আব্দুল ওয়াহাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কাছে জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত সচিবের গাড়ির ড্রাইভার। ওই সচিবের নাম রাশেদ খান। তার বাড়ি মানিকগঞ্জে এবং সেখানে রাশেদ নামে একটি কলেজও রয়েছে।

তবে গাড়িটি রাশেদ খানের স্ত্রী রাবেয়া খাতুনের নামে যার নম্বর : ঢাকা: মেট্রো – গ- ৩১-৫৯৫৬। রাবেয়া খাতুন একজন স্কুল শিক্ষক বলে জানান চালক।

গ্রেফতারকৃত আব্দুর রহিম শরীফ ঝালকাঠি জেলার নলছিটি থানার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার স্থায়ী এবং বর্তমান ঢাকার কামরাঙ্গিচর চৌরাস্তার হযরত নগর এলাকার বাসিন্দা এবং প্রাইভেট কার চালক মো: ওয়াহাব শিকদার ফরিপুরের নগরকান্দার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার লালাবাগের আমরাগোলা এলাকায় বসবাস করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অপরাধ সংবাদ

চাঁদাবাজি করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, ৮ জন কারাগারে

খুলনা সংবাদদাতা: খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র...