Thursday , 15 May 2025
Home সারাদেশ ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন ২৫ জন
সারাদেশ

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরী পেলেন ২৫ জন

ঝিনাইদহ সংবাদদাতা:

পুলিশে চাকরি, তা যদি হয় মাত্র ১২০ টাকায়। এ ধরনের ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি হওয়ায় এবার ঝিনাইদহে কনস্টেবল পদে নিয়োগ পান ২৫ প্রার্থী।

বুধবার (১৪মে) রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একে একে চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।

এছাড়া আরও পাঁচ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আত্মীয় স্বজনরা আনন্দ অশ্রুতর সিক্ত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৪ এপ্রিল পুলিশের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়। সেসময় মোট আবেদন করেন এক হাজার ৭৪১ জন।

এরপর চলতি মাসের ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৬৯ জন । তার মধ্যে ৬৯জন উত্তীর্ণ হওয়ার পর আজ ভাইভার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

এ পরিক্ষায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস।

চাকরির খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের অশোক হালদারের মেয়ে শিমলা হালদার।

সিমলার বাবা অশোক হালদার বলেন, ভগবানের কৃপায় কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে।

পুরো প্রক্রিয়ায় প্রথম হওয়া ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস বলেন, মাত্র ১২০ টাকায় চাকরি পাবো, তা কোনো দিনও ভাবিনি।

তিনি আরও বলেন, আমার বাবা একজন ভ্যানচালক। অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমাদের তিনি মানুষ করেছেন। তবে একসময় ভাবতাম ভিন্ন কোনো পেশায় যেতে হবে। কারণ, সরকারি চাকরি মানেই তদবির ও ঘুষ। অথচ আমার পুলিশের এই চাকরিতে তার কোনোটাই লাগেনি।

জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ জানান, সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান। তিনি আরও জানান, পুলিশে নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই কঠিন এবং স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে এগিয়েছে তারা ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

নাগেশ্বরীর চরাঞ্চল উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাংবাদিক...

সারাদেশ

৬ বছরেও প্রত্যাহার হয়নি ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদ মোস্তফার ৬ মামলা

কক্সবাজার সংবাদদাতা: মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি খুনী ওসি প্রদীপ...

সারাদেশ

ফরিদপুরে এসটিডি এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা ফরিদপুরে বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারদের জন্য এসটিডি, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা...

সারাদেশ

প্রেমের বিয়ের তিনমাস না যেতেই শ্বশুরবাড়িতে গৃহবধুকে খুন

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার টেকনাফের হ্নীলায় পরিবারের অবাধ্যে ভালবেসে বিয়ে করলেও ৩ মাস...