Saturday , 10 May 2025
Home অপরাধ সংবাদ হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতা-কর্মী আটক
অপরাধ সংবাদ

হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতা-কর্মী আটক

লক্ষ্মীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৯ মে) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়া এবং অন্যরা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও গুলি চালান। এতে সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নামের চার শিক্ষার্থী নিহত হন। এ সময় দুই শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় থানায় চারটি মামলা হয়। এসব মামলায় সর্বশেষ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা ২০৭ জনে দাঁড়িয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় এ পর্যন্ত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অপরাধ সংবাদ

চাটমোহরে বিস্ফোরক মামলায় ৯ জন কারাগারে

পাবনা সংবাদদাতা: পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা ও চাটমোহর পৌর এলাকা থেকে...

অপরাধ সংবাদ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা কারাগারে

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায়...