নিজস্ব প্রতিবেদক:
আজ থেকে শুরু হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা। সারাদেশের ১৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষা পরিবেশে স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
পরীক্ষার প্রথম দিন গাজীপুরের ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা পরিদর্শন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

সাংবাদিকদের উপাচার্য বলেন, “আলহামদুলিল্লাহ, আজ সারা দেশে সুশৃঙ্খলভাবে কামিল পরীক্ষা শুরু হয়েছে। নকল প্রতিরোধে আমরা প্রতিটি জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছি। আমাদের লক্ষ্য একটি ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করছেন, যাতে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে।
পরীক্ষা পরিচালনার সার্বিক দিক তদারকির পাশাপাশি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, প্রশ্ন প্রেরণ প্রক্রিয়ায় গোপনীয়তা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করছে
Leave a comment