রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা বেগম (৪৫) নামের এক গৃবধুকে গলাকেটে করে হত্যা করেছে তার স্বামী। অভিযুক্ত স্বামীকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত শাবল ও ছুড়ি।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ২০বছর পূর্বে আড়াইহাজারে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে প্বার্শবর্তী নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়ার সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৪টি কন্যা সন্তান রয়েছে। কয়েকমাস ধরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল।
বুধবার বেলা ১২ টার দিকে পারিবারিক বিষয়াদী নিয়ে গৃহবধু সুলেখার সাথে স্বামী রউফ মিয়ার সাথে ঝগড়া হয়। একপর্যায়ে রউফ মিয়া শাবল দিয়ে আঘাত করে সুলেখাকে অজ্ঞান করে ফেলে। পরে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।
খবর পেয়ে আশেপাশের লোকজন ঘাতক রউফ মিয়াকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত শাবল ও ছুড়ি জব্দ করে এবং লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment