Tuesday , 29 April 2025
Home রংপুর বিভাগ সারাদেশ ফুলছড়ি প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান
সারাদেশ

ফুলছড়ি প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা প্রকৌশলী’র স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে। অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম।

পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অভিযানের এ সময় তারা ফুলছড়ি উপজেলায় ২০২০-২১ ও ২০২২-২৩ অর্থ বছরের এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পরির্দশন করেন দুদকের কর্মকতারা।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে দুদকের রংপুর অঞ্চলের একটি টিম ফুলছড়ি এলাকা পরিদর্শন করছি। এডিবি প্রকল্পের আওতায় অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করছি।’

তিনি আরও বলেন, ‘প্রকল্প এলাকা পরিদর্শনের সময় স্থানীয় জনগণ জানিয়েছে তাদের নিজেদের অর্থায়নে কাজ করা হয়েছে। লোকজনের দেওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, ফুলছড়ি উপজেলায় ২০২০ হতে ২০২৩ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয় ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

পর

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশরংপুর বিভাগ

জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় মরহুম আব্দুল জলিল...

সারাদেশরংপুর বিভাগ

ভালুকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের...

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

তালতলীতে মাছের ঘের নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

বরগুনা সংবাদদাতা: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য...

সারাদেশরংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করোভাই-লিগ্যাল এইড আছে পাশে কোন...