Monday , 28 April 2025
Home বরিশাল বিসিসি মেয়র ‘ফয়জুল করীমকে’ ঘোষণার দাবিতে জনতার মিছিল
বরিশাল

বিসিসি মেয়র ‘ফয়জুল করীমকে’ ঘোষণার দাবিতে জনতার মিছিল

বরিশাল ব্যুরো:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে ছাত্র-জনতা গনমিছিল করে।

বুধবার (২৩ এপ্রিল) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করে।

মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা রেজাউল করিম, ছাত্রনেতা গাজী রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম হাসিবুল ইসলাম, বিএম কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান নাঈম, হাতেম আলী কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ইব্রাহীম মল্লিক, ইসলামিয়া কলেজ শিক্ষার্থী মুহাম্মদ রিয়াজ মীর, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়।

তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, জখম, ভয়ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে।

জনতার পক্ষ থেকে দাবি উঠে, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন মুফতি ফয়জুল করীম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান।

আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির তার পক্ষে মামলাটি দাখিল করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories