Monday , 28 April 2025
Home আইন আদালত বামনায় হত্যা চেষ্টা মামলায় স্কুলের নৈশ প্রহরী আলতাফ হোসেন জেলহাজতে
আইন আদালতবরিশাল বিভাগ, বরগুনা

বামনায় হত্যা চেষ্টা মামলায় স্কুলের নৈশ প্রহরী আলতাফ হোসেন জেলহাজতে

বামনা(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার বাটাজোর গ্রামের মোঃ শফিকুর রহমানের স্ত্রী মোসাঃ রেহেনার আক্তারকে হত্যার চেষ্টার মামলায় বরগুনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান সোমবার সকালে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মোঃ আলতাফ হোসেন এর জামিন না মজ্ঞুর তাকে করে জেল-হাজতে পাঠান।

মামলার সূত্রে জানা যায় যে, বরগুনার বামনা উপজেলার বাটাজোর গ্রামের মোঃ শফিকুর রহমানের স্ত্রী মোসাঃ রেহেনার আক্তার ২৯ মার্চ ২০২৫ তারিখে সকাল সাড়ে ছয় টার দিকে বাড়ি থেকে বুকাবুনিয়া বাজারের যাওয়ার পথে বেড়ী বাধের ইট সলিং রাস্তার উপরে আসলে তাকে (রেহেনাকে) হত্যা উদ্দেশ্যে উপজেলা বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী উপজেলার বাটাজোর গ্রামের নুরুল হক ফরাজীর ছেলে মোঃ আলতাফ হোসেন ইট দিয়ে আঘাত করে। যার ফলে রেহেনার ডান হাতে মারাত্মক হাড়ভাঙ্গা জখম হয়।

তখন মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ নাঈম, মোঃ তামিম ভাই মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ কবির হোসেনসহ অপরিচিত আরো ৩ জনে পূর্বপরিকল্পিতভাবে রেহেনা আক্তারের শীলতাহানী করে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রেহেনা আক্তারকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যেখানে রেহেনা আক্তার দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। তারপর রেহেনা আক্তার বাদী হয়ে ৫জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে ২৩ এপ্রিল বরগুনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

যার সিআর মামলা নম্বর-৫২/২০২৫(বামনা), ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৩৫৪/৪২৭/১১৪ দঃ বিঃ। ওই দিনই আদালত সকল আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোমবার(২৮ এপ্রিল) আসামীরা বরগুনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করলে ১নং আসামী বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মোঃ আলতাফ হোসেনকে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য যে, মোঃ আলতাফ হোসেন গংরা ২০২৪ সালে ২৪ নভেম্বর বাদীর পুত্র রেজাউল করিম সজনকেও মারধর করে ছিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

আমতলির ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ...

বরিশাল বিভাগ, বরগুনাসারাদেশ

ধারের টাকা না দিলে আত্মহত্যার হুমকি; টাকা ফেরত পেতে অনশণ।

বরগুনা প্রতিনিধি: ধারের টাকা না দিলে আত্মহত্যার হুমকি দিয়েছেন চম্পা বেগম নামের...

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

তালতলীতে মাছের ঘের নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

বরগুনা সংবাদদাতা: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য...

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরন

বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...