ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এই অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ধূরুয়া ডি এস দাখিল মাদ্রাসায় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শামছুল হক আকন্দকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।
শামছুল হক আকন্দ বলেন গরিব, অসহায় ও দরিদ্র যে সকল ছাএ ছাত্রী নিয়মিত ক্লাস করেন, লেখাপড়ায় ভালো কিন্তু আর্থিকভাবে দুর্বল তাদের সবাইকে সহযোগিতা করবেন। এমনকি তাদের খাতা, কলম, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়েছেন এবং দরিদ্র সব ছাত্র ছাত্রীদের সকল শিক্ষা মূলক উপকরণ দিবে বলে আশ্বাসও দিয়েছেন।
ধূরুয়া ডি এস দাখিল মাদ্রাসার ৪০ জন ছাত্র ছাএীদের মাঝে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে নান্দাইল এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সদ্য সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আশরাফুল জামান রিপন, উক্ত মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, স্বেচ্ছাসেবী ওয়াসিক বিল্লাহ, সাংবাদিক মোশারফ কবির, সাংবাদিক হুমায়ুন কবির সহ মাদ্রাসার সকল সহকারী শিক্ষক ও ছাএছাত্রীবৃন্দ।
Leave a comment