Thursday , 22 May 2025
Home ঢাকা বিভাগ, রাজনীতি ‘বিগত ১৬ বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন’ সারজিস
রাজনীতি

‘বিগত ১৬ বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন’ সারজিস

নিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সারজিস আলম। ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘এতো কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!’পরে আরেক পোস্টে সারজিস লিখেছেন, ‘ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি?

এর আগে ‘জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা দুদু।

‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে’। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এ কথার জবাবে তিনি বলেন, ‘আমি তাকে আবাল বলব। কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে, একটু চিন্তা করো। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। এ রকম প্রতিহিংসা মূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না’।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

রাজনীতি

গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক: বিএনপি’তে আর কোনো চাঁদাবাজ নেই বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির...