Thursday , 22 May 2025
Home সারাদেশ ঝিনাইদহ সীমান্তের উদ্ধারকৃত মাদক ধ্বংস করলো বিজিবি
সারাদেশ

ঝিনাইদহ সীমান্তের উদ্ধারকৃত মাদক ধ্বংস করলো বিজিবি

ঝিনাইদহ সংবাদদাতা:

দেশ থেকে ভারতে মাদক ও মানব পাচারের ‘নিরাপদ রুট’ হিসেবে সুপরিচিতি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ এই সীমান্ত দিয়ে পাচার হয় ভারতে। একইসঙ্গে ভারত থেকে শতশত মানুষ অবৈধভাবে আসে বাংলাদেশে। যা প্রতিদিন বিজিবির হাতে ধরা পড়তেছে। সীমান্ত পেরিয়ে আসছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মহেশপুর সীমান্ত দিয়ে একাধিক পাচারকারী দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে মাদক ও মানব পাচারের কার্যক্রম চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডে সীমান্ত এলাকার সাধারণ মানুষ চরমভাবে উদ্বিগ্ন। সীমান্তে মাঝে মধ্যেই মাদকসহ কিছু পাচারকারী ধরা পড়লেও, বড় ধরনের চক্রগুলো থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১৯ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ১২ ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে ২৫ হাজার ৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ক্রিস্টাল মেথ আইস সাত কেজি, এলএলডি ২৯ বোতল, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০ হাজার ৭০ পিস, ভারতীয় ওষুধ ৯ হাজার ৮৪৫ পিস এবং বাংলাদেশি ওষুধ ৯ হাজার ৯৬০ পিস।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।

তিনি আরও জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

পুত্রবধুকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় শ্বশুরকে গ্রেফতার করা হয়। ঘটনাটি...

সারাদেশ

চাচার বসতঘর ঘেঁষে গভীর গর্ত করলেন ভাতিজা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার মধুপুর কাইতপাড়া এলাকায় চাচার...

সারাদেশ

ডিসির স্বাক্ষর জাল করার অভিযোগে সাংবাদিক আটক

কক্সবাজার সংবাদদাতা : জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে...

সারাদেশ

বালাঘাটার ৮ রোহিঙ্গা আটক

বান্দরবান সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক...