Thursday , 22 May 2025
Home ঢাকা বিভাগ, সারাদেশ ময়মনসিংহ বিভাগ শতাব্দী ধরে বহমান মল্লিকবাড়ি বটগাছতলা নরসুন্দর হাট
সারাদেশ

শতাব্দী ধরে বহমান মল্লিকবাড়ি বটগাছতলা নরসুন্দর হাট

ময়মনসিংহ সংবাদদাতা :

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজার। এখানে সপ্তাহের প্রতি শনিবার বসে জমজমাট হাট। হাটের সবচেয়ে চেনা ও ব্যতিক্রমী দৃশ্যটি হচ্ছে, বিশাল এক বটগাছের ছায়াতলে বসে থাকা একদল নরসুন্দরদের কর্মব্যস্ততা।

শহরের মোড় ঘুরলেই দেখা মেলে ঝলমলে আধুনিক সেলুনের। তবে এখানকার মানুষ এখনো ছুটে আসেন এই বটতলার নরসুন্দরের কাছে চুল-দাঁড়ি কাটাতে। অনেকেই এই বটগাছের ছায়াতলে কাটিয়েছেন জীবনের অর্ধশতাব্দী।

ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকার রায়মন চন্দ্র শীল (৭০) বলেন, “আমি পাকিস্তান আমল থেকেই কাজ করছি। তখন হাতে কাজ থাকতো, পকেটে টাকা থাকতো। হাটের দিনে এই বটগাছের নিচে কাজ করেন, বাকি সময় গ্রামে ঘুরে ঘুরে কাজ করেন তিনি। আগে দিনে সাত-আটশ টাকা রোজগার হতো, এখন পাঁচশও হয় না।”

ভালুকার তামাট গ্রামের ইন্দ্রমোহন (৭০) প্রায় দেড় যুগ ধরে এই হাটে নরসুন্দর হিসেবে কাজ করছেন। স্মৃতিচারণ করে বলেন, “আগে হাটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো, এখন সেই জৌলুশ নেই। তবে তরুণ প্রজন্মের কেউ কেউ এখনো এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।

পাঁচগাঁও হাজিরবাজারের সুমন শীল (২৪) নিজের গ্রামে একটি সেলুন পরিচালনা করেন। প্রতি শনিবার চলে আসেন মল্লিকবাড়ী হাটে। তাঁর ভাষায়, “এখানের একটা টান আছে, খদ্দেররাও পরিচিত। পরিবেশটা যেন আপন হয়ে গেছে।

স্থানীয় প্রবীণ নরসুন্দর নুর মোহাম্মদ (৭৩) জানালেন, মাত্র ১০ বছর বয়সে এই বাজারে নরসুন্দর হিসেবে কাজ শুরু করেছিলেন। আজও তিনি সেই পেশা ধরে রেখেছেন। বললেন, “আগে সকাল থেকেই সারি করে খদ্দের বসতো। এখন আর সেই ভিড় নেই, তবে প্রতিদিন গড়ে পাঁচশো টাকা আয় হয়।

৯০ বছর বয়সী নিয়মিত খদ্দের ফয়েজ উদ্দিন বলেন, অনেক বছর ধরেই এখানেই চুল-দাঁড়ি কাটাই। সেলুনে গেলে খরচ বেশি হয়, এখানে কম খরচে ভালো কাজ হয়।”

এই বটগাছ পুরনো কিছু আয়না আর একজোড়া কাঁচির মধ্যে এখনো টিকে আছে এক ঐতিহাসিক পেশা। মল্লিকবাড়ী বাজারের এই নরসুন্দর হাট শুধু একটি পেশার কেন্দ্র নয় বরং এটি একেকটি জীবনের গল্প, লোকজ সংস্কৃতির জীবন্ত স্মারক।

প্রতি শনিবার বসা এই হাট বহু পরিবারের জীবিকার উৎস এবং অস্তিত্ব টিকিয়ে রাখার স্বপ্ন। ডিজিটাল আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য যেন এখনো ধুকে ধুকে বেঁচে আছে মানুষের স্মৃতি, মমতা আর প্রয়োজনের জায়গা থেকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর পারের ঘাস কাটা নিয়ে দুই পক্ষের...

সারাদেশ

বিলুপ্তপ্রায় রুহিয়া জুট মিলের প্রাচীন ঐতিহ্য

ঠাকুরগাঁও সংবাদদাতা: এক সময় ঠাকুরগাঁওয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুহিয়া জুট মিল...

সারাদেশ

নিকলীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ

নিকলী(কিশোরগঞ্জ)সংবাদদাতা : নিকলীতে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে মাদরাসার অবকাঠামো উন্নয়নে দুর্নীতি, সরকারি...

সারাদেশ

শেরপুর জেলার উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন

শেরপুর সংবাদদাতা: শেরপুর জেলার উন্নয়নের দাবিতে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘আসুন একসাথে...