Thursday , 22 May 2025
Home বরিশাল বিভাগ সারাদেশ ১৪ দফা দাবীতে বরগুনায় সাংবাদিকদের কলম বিরতি পালন
সারাদেশ

১৪ দফা দাবীতে বরগুনায় সাংবাদিকদের কলম বিরতি পালন

বরগুনা সংবাদদাতা:

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, হয়রানি ও অনিশ্চয়তা দূর করতে নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের নির্ভরযোগ্য তালিকা তৈরিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বরগুনায় কলম বিরতি ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিএমএসএফ বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামাতে বাধ্য করবেন না বলে হুশিয়ারী মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক নেতারা বলেন,, রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে।

 তারা আরো বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে দূর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানি করছে । এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।

রাজনৈতিক দল গুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন- তাদের বিপদে পাশে থাকুন।

অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান করা হয়েছে।
 
সংগঠনের বরগুনা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির নেতা শফিকুল ইসলাম স্বপন, ইত্তিজা হাসান মনির, কাশেম হাওলাদার, জয়নাল আবেদীন রাজু, রাসেল সিকদার, সোহাগ হাওলাদার, আব্দুল আলিম, মেজবাহ উদ্দিন মাসুম প্রমূখ।

গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

বরগুনায় এক নারীর মরদেহ উদ্ধার

বরগুনা সংবাদদাতা: বরগুনায় একটি ভাড়া বাসার দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা...

সারাদেশ

পবিপ্রবিতে ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে গিয়ে সাংবাদিকের ১৫টি বানান ভুল

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ উপলক্ষে এক...

সারাদেশ

আমতলীতে বসুন্ধরা শুভসংঘ গ্রুপের সেলাই মেশিন বিতরন

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর...

সারাদেশ

শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে আমতলীতে বাস ভাংচুর, আহত ৩

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলীতে শিক্ষার্থীদের বহন করা একটি বাসের সাথে অটোরিকশার...