বিরামপুর, দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের তৎপরতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে আ: কাদের ওরফে রোমান নামের একজনকে আটক করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানাধীন পৌরসভার ওয়ার্ড নং-৬ এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারীর মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ, এবং বাকি কয়েকজন পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত রোমানকে বিরামপুর থানা পুলিশ মামলা দিয়ে আদালতে পাঠায়।
Leave a comment