নান্দাইল সংবাদদাতা:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ❝নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব❞ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মো.জহিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) দর্শনীয় স্থান কলমাকান্দা, নেত্রকোনার পাঁচগাও আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির ঘোষণা করা হয়।
আহব্বায়ক কমিটি ২০২৫ এর প্রধান মো.সেলিম ভূঁইয়া ও সদস্য সচিব মাহবুব আলম কাজল নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন। উক্ত কমিটির মেয়াদকাল দুই বছরের করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো.সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি এইচ এম মিজান তালুকদার হারুন, মো.মাহবুব আলম কাজল সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক মো.তাইজুল ইসলাম অর্থ সম্পাদক মো.মোমিনুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.মোশাররফ কবির ও দপ্তর সম্পাদক মো.হুমায়ূন কবির নির্বাচিত হয়।
এছাড়া আরও দুই জন সাংবাদিক, সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মো.ফজলে আরাফাত হৃদয় ও মো.রহমত উল্লাহ।
দপ্তর সম্পাদক মো.হুমায়ূন কবির বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আহব্বায়ক, সদস্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সকলের প্রতি। আমাকে উক্ত নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য।
Leave a comment