কুমিল্লা প্রতিনিধি:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখলেন কুমিল্লার হোমনা উপজেলার বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর লালদীঘি ময়দানে প্রায় ২৩ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে রানার্সআপ রাশেদ বলীকে হারিয়ে বিজয়ী হন তিনি। গত বছরও ফাইনালে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন শরীফ।

বিকেল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলীখেলার উদ্বোধন করেন।
বেলা সাড়ে পাঁচটায় শুরু হওয়া ফাইনালে বাঘা শরীফ ও রাশেদ বলীর মধ্যে প্রতিযোগিতা চলাকালে লালদীঘি মাঠে উপচে পড়া দর্শকে ভরা ছিলো।
বলীখেলায় পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বলীখেলাকে ঘিরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা রঙিন পণ্য সাজিয়ে মেলায় অংশ নিয়েছেন, যা চলবে শনিবার পর্যন্ত।

বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, এবার ১৪৭ জন বলী রেজিস্ট্রেশন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
জাতীয় পর্যায়ের বলীরাও অংশ নিয়েছেন এই আসরে। গত বছর ৮৪ জন বলীর মধ্যে বাঘা শরীফ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন, রানার্সআপ হন রাশেদ বলী এবং তৃতীয় হন খাগড়াছড়ির সৃজন চাকমা।
উল্লেখ্য যে, ১১৫ বছর আগে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবশক্তি গড়ে তুলতে আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ এই খেলার সূচনা করেন। তারই ধারাবাহিকতায় আজও প্রতি বছর বৈশাখে লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।
Leave a comment