কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে ভুয়া সৈনিক গ্রেফতার। কখনও ভুয়া পুলিশ, কখনও নৌ-বাহিনীর সৈনিক পরিচয়ে নিখুঁত কৌশলে ছদ্মবেশে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে এসব পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনে তাদের আটক করেন চকরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দাম্পত্য, কিশোরগঞ্জের তারাইল উপজেলার ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়নের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মিজান (৩৬), তার স্ত্রী মৌসুমী বেগম মৌ (২৭) বলে জানা যায় ।
শনিবার দুপুরে চকরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ওসি শফিকুল ইসলাম জানান, মিজান তার স্ত্রী মৌসুমী বেগম কখনো পুলিশের কর্মকর্তা কখনো নৌ-বাহিনীর সৈনিক পরিচয়ে নিখুঁত কৌশলে পরিচয় দিয়ে প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। গতকাল শুক্রবার রাতে প্রতারক দাম্পতি নিজেদের নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে পৌর শহরে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। কথাবার্তা সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান পরিচালনা করে মিজান ও মৌসুমী বেগমকে আটক করে।
ওসি আরো জানান, আটকের সময় মিজানের হতে ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন মটোরোলা ওয়াকিটকি ওয়ারলেস সেট, ১টি পিবিআই এর মনোগ্রাম সম্বলিত স্টিকার সংযুক্ত সুজুকি মোটরসাইকেল জব্দ করে।
Leave a comment