নিউজ ডেস্ক::
দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। এক-এগারোর পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাহলে আবারও রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
শানিবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা: জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক বলেন, আসলে সরকার চাচ্ছেটা কী? একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার সুনাম সারা বিশ্বে, তিনি কী চাচ্ছেন? এটা আমার দলের নয়, আমার প্রশ্ন। একটি বিষয়ে দ্রুত তাকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো নির্বাচন।
তিনি বলেন, কেন মির্জা ফখরুলের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে মিটিং শেষে বলেন, ‘আমি সন্তুষ্ট নই’। এটা আমাদের বলার কথা নয়।
তিনি আরো বলেন, আমরা আপনাকে সমর্থন দিয়েছি। জুলাই আন্দোলনে ছাত্রদের নিঃশর্ত সমর্থন দিয়ে হাসিনাকে দেশ থেকে বিদায় দিয়েছি।
প্রধান উপদেষ্টার নাম উল্লেখ না করে জয়নুল আবদিন বলেন, আপনার কাছে আমাদের কিছু প্রাপ্য ছিল, সাত মাস চলে গেল, সেই প্রাপ্য পাচ্ছি না। জনগণ হতাশ। সয়াবিন তেল, পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন, জনগণ এখন সুখে নাই, জনগণ সুখ চায়। সেই সুখ হলো, আপনার অধীনে শাহাবুদ্দিনের (বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ) মতো একটি নির্বাচন। সেই নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকারে যাবে তারাই সংস্কার করবে। আপনার সংস্কার প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার সংস্কার। এত কথা বলার দরকার নেই, এত কথা শোনার দরকার নেই। প্রশাসন বিএনপি হয়ে গেছে! এত কথা আমি শুনতে চাই না!
তিনি আরও বলেন, আপনার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাজপথে নামতে চাই না। কার বিরুদ্ধে নামব, হাসিনা কোথায়? তবে প্রয়োজনে আবারও নামব। প্রয়োজন তখন হবে, যখন ওয়ান-ইলেভেনের পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানকে, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রজেক্ট হাতে নিয়েছিলেন ওনারা। আমি নাম উল্লেখ করতে চাই না। ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প কৃতকার্য হতে পারে নাই। শত জুলুম অত্যাচার সহ্য করেও, পাঁচ বছর জেল খেটেও আল্লাহ ছাড়া, জনগণ ছাড়া কারও কাছে মাথা নত করেন নাই। তাই বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রজেক্টে যাবেন, বাংলার মাটিতে এটা হবে না।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়বাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয়। অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিনিয়োগ আসে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না। তাই অতি দ্রত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a comment