Thursday , 22 May 2025
Home অপরাধ সংবাদ সারাদেশ দোহারে ১ কিশোরী ও ২ গৃহবধূ ধর্ষণে পৃথক তিন মামলায় আটক ৩
সারাদেশ

দোহারে ১ কিশোরী ও ২ গৃহবধূ ধর্ষণে পৃথক তিন মামলায় আটক ৩

দোহার (নবাবগঞ্জ) সংবাদদাতা:

ঢাকার নবাবগঞ্জেরদোহার উপজেলায় শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগসহ গত ৪৮ ঘণ্টায় দোহার থানায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় দুই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তিনটি ঘটনার দুটিই সংঘবদ্ধ ধর্ষণ বলে জানা গেছে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার মুকসেদপুর ইউনিয়নে একা বাসায় পেয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর। এ সময় গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখমও করা হয়। পরে ওই গৃহবধূ চিৎকার দিলে শ্বশুর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় গৃহবধূ ভয়ে প্রতিবেশী চাচা শ্বশুরের ঘরে গিয়ে তার শাশুড়িকে ফোনে ঘটনা জানালে তার শাশুড়ি বাড়িতে ফিরে পুত্রবধূকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় শনিবার সকালে দোহার থানায় একটি মামলা করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে মাহমুদপুর ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধ যুবকরা ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ শুক্রবার দোহার থানায় মামলা করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহ-আলম (২৩)

রাব্বি (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত মার্চ মাসের ১০ তারিখে ৪ যুবক ওই গৃহবধূকে একা ঘরে পেয়ে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে।

গৃহবধূ জানান, এ ঘটনায় এলাকায় শালিসি কথা বলে মীমাংসার চেষ্টা করে কালক্ষেপণ করেছেন স্থানীয়রা। পরে ভিকটিম দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এছাড়াও দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে গত বুধবার সংঘবদ্ধ একদল যুবক ধর্ষণ করেছে। এ ঘটনায় ১৬ মে ওই কিশোরীর বাবা বাদী হয়ে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

জানা গেছে, রাতে ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তায় নিয়ে ৩ যুবক জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে বড় বোনকে এ ঘটনা জানালে সে তার স্বজনদের মাধ্যমে বাবাকে অবগত করে। পরে শুক্রবার সকালে দোহার থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, তিনটি ধর্ষণের ঘটনায় পৃথকভাবে তিনটি মামলা হয়েছে। দুই মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

শিশুচোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন

সাভার সংবাদদাতা: সাভারে শিশুচোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামের এক যুবককে গাছের...

সারাদেশ

হ্যাকারের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে যা কিছু পাওয়া গেলো

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি...

অপরাধ সংবাদসারাদেশ

শেরপুরে টিআরসি পদে পরীক্ষায় প্রক্সি দেয়ায় আটক ৩

শেরপুর সংবাদদাতা: শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত...

অপরাধ সংবাদসারাদেশ

গোয়ালন্দে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ যুবক আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার...