Thursday , 22 May 2025
Home রাজধানী ক্যাম্পাস সংবাদ ঢাকা আলিয়ায় অধ্যক্ষ ও হেড মাওলানা সহ ১৭ শিক্ষকের যোগদান
ক্যাম্পাস সংবাদ

ঢাকা আলিয়ায় অধ্যক্ষ ও হেড মাওলানা সহ ১৭ শিক্ষকের যোগদান

ঢাকা আলিয়া সংবাদদাতা:

ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪ পদে ছিলনা কোন শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান। ফলে এসব পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল শিক্ষার্থীদের।

শিক্ষক সংকট দূর করতে রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক কে অধ্যক্ষ ও অধ্যাপক মোঃ মনজুরুর রহমান কে হেড মাওলানা সহ ১৭ জন শিক্ষক পদায়নের তথ্য জানানো হয়েছে।

পদায়ন করা অন্যান্য শিক্ষকরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা। মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা সহকারী অধ্যাপক, আল কোরআন। ড.মোঃ বাকী বিল্লাহ সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, শারমিন আক্তার শিমু সহকারী অধ্যাপক, ইংরেজি। মোঃ লোকমান হোসাইন সহকারী অধ্যাপক, হাদিস। মোঃ রফিকুল ইসলাম জমাদার সহকারী অধ্যাপক, আধুনিক আরবী। উম্মে কুলসুম প্রভাষক, গণিত। মোঃ আব্দুল বারী ফরায়েজী প্রভাষক, ইসলাম শিক্ষা (হাদিস)। মোঃ মামুন উদ্দিন প্রভাষক, প্রাচীন আরবী। নাজমুল হক আকন্দ প্রভাষক, ইসলাম শিক্ষা (ফিকহি)। মোঃ শওকত ওসমান প্রভাষক,আধুনিক আরবী। মোহাম্মদ আলী হাসান প্রভাষক, ইসলাম শিক্ষা (তাফসির)। মোঃ জমির উদ্দিন প্রভাষক, ইসলাম শিক্ষা (আল কোরআন)। মোহাম্মদ ইউসুফ প্রভাষক, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি। মোহাম্মদ নাজমুল হোসাইন প্রভাষক, ইসলাম শিক্ষা (আকাইদ)। মোঃ মাহফুজুল হক শামীম প্রভাষক, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি। মু.আমিন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories