Thursday , 22 May 2025
Home সারাদেশ পাঁচবিবিতে এনজিওর নামে কোটি টাকা প্রতারণা
সারাদেশ

পাঁচবিবিতে এনজিওর নামে কোটি টাকা প্রতারণা

জয়পুরহাট সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় মানিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছথেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

আটককৃত আসাদুজ্জামান মানিক চানপাড়ার স্থানীয় মৃতঃ আমিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে ‘সবুজ ছায়া’ এনজিও’র প্রতিনিধি, আবার কখনো ‘আশ্রয়’ এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৮ মে) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছে। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

ডিসির স্বাক্ষর জাল করার অভিযোগে সাংবাদিক আটক

কক্সবাজার সংবাদদাতা : জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে...

সারাদেশ

বালাঘাটার ৮ রোহিঙ্গা আটক

বান্দরবান সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক...

সারাদেশ

উপজেলা চত্বর থেকে আটক ফুলছড়ির ৬ ইউপি চেয়ারম্যান

গাইবান্ধা সংবাদদাতা: আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের...

সারাদেশ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ পাঠ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা...