Thursday , 22 May 2025
Home অপরাধ সংবাদ সারাদেশ শিশুচোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন
সারাদেশ

শিশুচোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন

সাভার সংবাদদাতা:

সাভারে শিশুচোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে পুলিশ।

শনিবার (১৭ মে) সন্ধায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুচোর সন্দেহে ধরে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাতে তাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের কমল কান্তি দে’র ছেলে। তিনি মানষিকভাবে বিপর্যস্ত বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, ওই যুবক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোরাঘুরি করে। তার আচরণ স্বাভাবিক ছিল না বিধায় রোগীর স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন। সেখানে তাকে মারধর করে বাহিরে নিয়ে আরেক দফায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে ওই যুবককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিজিৎ তার নাম ঠিকানা বলতে পারলেও তাকে স্বাভাবিক মনে হয়না। তিনি মানষিক বিপর্যস্ত বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত পরে জানানো হবে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে হাসপাতাল কতৃপক্ষ কিংবা কোন ভুক্তভোগী অভিযোগ দায়ের করে নি। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। 

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এমনকি ইমার্জেন্সি মেডিকেল অফিসারও কিছু জানান নি। হাসপাতাল স্টাফের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

দোহারে ১ কিশোরী ও ২ গৃহবধূ ধর্ষণে পৃথক তিন মামলায় আটক ৩

দোহার (নবাবগঞ্জ) সংবাদদাতা: ঢাকার নবাবগঞ্জেরদোহার উপজেলায় শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগসহ...

সারাদেশ

হ্যাকারের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে যা কিছু পাওয়া গেলো

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি...

অপরাধ সংবাদসারাদেশ

শেরপুরে টিআরসি পদে পরীক্ষায় প্রক্সি দেয়ায় আটক ৩

শেরপুর সংবাদদাতা: শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত...

অপরাধ সংবাদসারাদেশ

গোয়ালন্দে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ যুবক আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার...