ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরশহরের ৪নং ওয়ার্ড মসজিদ পাড়া থেকে মোঃ হাসান মিয়া(২৮) নামের এক ব্যক্তিকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ঘুমের মাঝে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
খবর পেয়ে আজ সকাল ভোর ৫ টার দিকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানের পিতার নাম মো. আলফু মিয়া। হাসান পৌরসভার মসজিদ পাড়ার ইসমাইল সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি স্থানীয় খাদেমের সানি ফার্মেসিতে কর্মরত ছিলেন। গত এক সপ্তাহ আগে জান্নাত আক্তার কে বিয়ে করেন হাসান। ঘাতক স্ত্রী জান্নাত আক্তার মো. মোহাম্মদ আলীর কন্যা। ঠিকানা সঠিকভাবে বলছেনা জান্নাত আক্তার।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, তাদের দুজনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জান্নাত আক্তার স্বামী হাসান মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাত আক্তার স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।
Leave a comment