Sunday , 27 April 2025
Home রাজশাহী বিভাগ সারাদেশ বিলুপ্তির পথে বদলগাছীর পুখুরিয়া জমিদার বাড়ির “গোপাল মন্দির”
সারাদেশরাজশাহী বিভাগ

বিলুপ্তির পথে বদলগাছীর পুখুরিয়া জমিদার বাড়ির “গোপাল মন্দির”

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হিন্দু পাড়ায় অবস্থিত বহু পুরোনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ির গোপাল মন্দির। এক সময় কালের সাক্ষী হয়ে ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা শতাধিক বছরের পুরোনো মন্দিরটি আজ বিলুপ্তির পথে। এমন অবস্থায় এই বহু বছরের মন্দিরটি দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের।

সনাতন ধর্মের স্থানীয় প্রবীণরা জানান, ১০০ বছরের অধিক আগে তৎকালীন জমিদার যতীন মজুমদারের বাড়ির সন্নিকটে ইট ও সুরকি দ্বারা পারিবারিক পূজা অর্চনার জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন।

জমিদার বাড়ির বিগ্রহ মন্দিরটি গোপাল মন্দির নামে পরিচিত। এক সময় জমিদার যতীন মজুমদারের পারিবারিক এই বিগ্রহ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হতো। এক সময় বছর জুড়ে দুর্গোৎসবসহ ছোট বড়, নানা ধরনের পূজা-অর্চনা এবং ধর্মীয় উৎসবে মুখরিত থাকত মন্দিরটি।

সকাল-সন্ধ্যা বাজত শঙ্খধ্বনি। মন্দিরে জমিদার বাড়ির নারীরা দলবেঁধে পূজা করত। দূর-দূরান্তের পূজারিরাও পূজা অর্চনা করতে আসতেন এখানে। জমিদার প্রথা বিলুপ্তির পরও অনেক দিন চলছিল স্থানীয় হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা।

স্বাধীনতার বহুবছর আগে জমিদার যতীন মজুমদারসহ তার উত্তরসূরিরা সপরিবারে ভারতে পাড়ি জমান। এতে বন্ধ হয়ে যায় মন্দিরের সব ধর্মীয় কর্মযজ্ঞ।

জমিদার যতীন মজুমদার পরিবারসহ ভারতে চলে যাওয়ার পর সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরটিতে ধর্মীয় পূজা অর্চনা শুরু করেন। বেশ কয়েক বছর পূজা করার পরে মন্দিরের ছাদে ফাটল ধরে। তখন থেকে মন্দিরটি পরিত্যক্ত হয়।

প্রায় ২৫ বছর ধরে এই মন্দিরটি সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পূজা বন্ধ হয়। মন্দিরে জ্বলেনা প্রদীপের আলো, সকাল-সন্ধ্যা শোনা যায়না ঢাকের শব্দ আর শঙ্খধ্বনি।

জরাজীর্ণ এই মন্দিরের দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ে যাওয়ায় জমিদার বাড়ির মন্দিরটি আজ কালের বিবর্তমানে বিলিন হতে চলেছে। ফলে মন্দিরের সেই সোনালি দিনগুলো এখন শুধুই অতীত।

বেশ কিছু জায়গায় জুড়ে উঁচু ও নিখুঁত গাঁথুনি দ্বারা তৈরি মন্দিরটির নির্মাণ শৈলীতে রয়েছে জমিদার ঐতিহ্যের স্মৃতিচিহ্ন, যা দর্শনার্থীদের ব্যাপক মন কাড়ে। দৃষ্টিনন্দন এই মন্দিরটিতে পনেরো দরজা বিশিষ্ট মন্দিরের ভেতর ও বাইরে অপরূপ কারুকার্যে গড়া পুরো অবকাঠামোটিই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এমন অবস্থায় মন্দিরটি দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা বিভাস চন্দ্র (৫৫) জানান, বহু দিন থেকে এ মন্দিরটি দেখে আসছি। সময় আর প্রকৃতির দৈন্যতায় জমিদার বাড়ির মন্দিরটির আজ বেহাল দশা। সরকার যদি মন্দিরটি সংস্কার করত তাহলে, এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আছি সবাই দূর্গোৎসব সহ ছোট-বড় নানা রকমের পূজা-অর্চনা করতে পারতাম।

স্থানীয় বাসিন্দা রঞ্জু বলেন, ১০০ বছরের অধিক আগে নির্মিত এই মন্দির। এক সময় হিন্দুধর্মাবলম্বীরা এখানে পূজা করত। মন্দিরটি নানা সমস্যার কারণে দীর্ণ দিন পরিত্যক্ত ছিল।
বছর দুয়েক আগে ইউনিয়ন পরিষদের
সহযোগীতায় মন্দিরের পুরোনো জরাজীর্ণ ছাদ ভেঙে নতুন করে ছাদ নির্মাণ করেছে।

মন্দিরের সভাপতি জগদীশ চন্দ্র বলেন, পুরোনো এই গোপাল মন্দিরটি ২৫ বছর ধরে পরিত্যক্ত হয়ে এখানে পূজা বন্ধ হয়ে পড়েছিল।অন্য জায়গায় ডেকোরেটর কাপড় দিয়ে মন্দির বানিয়ে সেখানে পূজা করা হয়। তবে পুরোনো এই ঐতিহ্যবাহী মন্দিরটির নতুন ছাদ নির্মাণের মধ্য দিয়ে সামান্য সংস্কার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মন্দিরের দরজা ও জানালা লাগানো হয়েছে।

এখন মন্দিরের দেয়াল পুরোপুরিভাবে সংস্কার করতে হবে। বছর খানেক ধরে এখানে আবারও ছোটো পূজা অর্চনা শুরু হয়েছে । মন্দিরটি পুরোটা সংস্কার করা হলে হয়তো আবার ও সেই আগের মত বড় পূজা গুলো এখানে হবে।

কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম মাষ্টার জানান, অযত্ন আর অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পুকুরিয়া জমিদার বাড়ির গোপাল মন্দির। এই মন্দির সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশরাজশাহী বিভাগ

গাবতলীতে মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

বগুড়া সংবাদদাতা: বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে...

সারাদেশরাজশাহী বিভাগ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুইজন গণমাধ্যম কর্মীসহ...

সারাদেশরাজশাহী বিভাগ

সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দায় বিএনপি নেতা-কর্মীরা সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা চালিয়ে...

সারাদেশরাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়ন থেকে মো. ইউসুফ আলী (২৬)...