Monday , 28 April 2025
Home রাজশাহী বিভাগ সারাদেশ সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলায় আহত ৪
সারাদেশরাজশাহী বিভাগ

সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মান্দায় বিএনপি নেতা-কর্মীরা সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে। হামলায় সাংবাদিক রায়হান আলী সহ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রায়হান আলী এশিয়ান টেলিভিশনের নওগাঁর পঞ্চিমাঞ্চল প্রতিনিধি এবং মান্দার পরানপুর ইউনিয়নের পরানপুর দক্ষিন পাড়া গ্রামের বাসীন্দা।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর দক্ষিন পাড়া গ্রামে বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও তার লোকজনের মারপিট ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলার সাংবাদিক সংগঠনগুলো।

আহতরা হলেন, উপজেলার পরানপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত তৈয়ম সরদারের ছেলে সোলাইমান আলী সরদার (৬৫), তার ছেলে হুমায়ন আলী (৪০), সাংবাদিক রায়হান আলী (৩৮) ও মৃত কেরামত আলী মোল্লার ছেলে খোদাবক্স আলী (৭০)।
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী বিএনপি নেতা এবং লালবর সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৫২), আব্দুল মতিন (৪৫),আব্দুল হাকিম (৪২),আব্দুল্লাহ (৩৫), হোসাইন (২৮) ও আব্দুর রাকিব (৩০) সহ আরো ১০/১৫ জন।

জানাগেছে, সাংবাদিক রায়হান পেশাগত দায়িত্ব পালন করে বাড়ী ফিরছিলেন। শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ীর সামনে রায়হান আলী পৌঁছলে দলবদ্ধভাবে লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হামলা করে বিএনপি নেতা ‘দেলোয়ার’ ও তার লোকজন। এসময় তার ডাক চিৎকারে তার বাবা ও বড় ভাই এবং বড় চাচা এগিয়ে আসলে তাদের উপর উপর্যপুরি লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন।

সাংবাদিক রায়হান আলী দৌঁড়ে পালিয়ে গিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও বাড়িঘরে ভাংচুর চালানো হয়।

পরে পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলায় রায়হান আলীর বাবার মাথায় চারটি সেলাই, বড় ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের কুপে ৯টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া বড় আব্বার কোমরে ধারালো অস্ত্রের আঘাত ও মেরুদন্ডের হাড় ফেটে গেছে ও দুই হাত ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে।

এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক রায়হান আলী বলেন, দেলোয়ার হোসেনদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি মামলা ছিল। মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। এসব বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ হয়। এতে তারা আরো ক্ষিপ্ত ছিলো। পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমার এবং আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারপিট ও বাড়িঘর ভাংচুর করে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাই।

মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: ইকরামুল বারী টিপু বলেন, দেলোয়ার বিএনপি নেতা হিসেবে তো মারধর করেনি। তবে যতটুকু শুনেছি জায়গা জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এছাড়া মামলাও আছে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ বলেন, যখন সাংবাদিক রায়হান আলীর উপর হামলা হয় তখন তিনি ফেসবুক লাইভে যুক্ত হয়ে সহায়তা চেয়েছেন। তবুও দেরিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের আরও দ্রুত প্রদক্ষেপ গ্রহণ কামনা করেছিলাম। শুধু তাকেই নয় তার পরিবারের সদস্যদের উপরও হামলা হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়েও নিরাপদ নয়।_ এভাবে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবি করছি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশরাজশাহী বিভাগ

বিলুপ্তির পথে বদলগাছীর পুখুরিয়া জমিদার বাড়ির “গোপাল মন্দির”

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হিন্দু পাড়ায় অবস্থিত...

সারাদেশরাজশাহী বিভাগ

গাবতলীতে মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

বগুড়া সংবাদদাতা: বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে...

সারাদেশরাজশাহী বিভাগ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুইজন গণমাধ্যম কর্মীসহ...

সারাদেশরাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়ন থেকে মো. ইউসুফ আলী (২৬)...