Monday , 28 April 2025
Home রাজনীতি জাতীয় নির্বাচনের আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন: ইসলামী যুব আন্দোলন
রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন: ইসলামী যুব আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক:

‎জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী।

‎রবিবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

‎বিবৃতিতে তারা বলেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোনো রাজনীতি, অজুহাত বা কোনো কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে।

‎আরো বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

‎ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে; এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে বলে জানান তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

রাজনীতি

একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেননা এমন প্রস্তাবে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন

‎স্টাফ রিপোর্টার, ঢাকা:‎ ‎বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একই ব্যক্তি সরকার...

রাজনীতি

‎‘তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাতের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মিথ্যা...