Monday , 28 April 2025
Home রাজনীতি ‎‘তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাতের চ্যালেঞ্জ
রাজনীতি

‎‘তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাতের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক:

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন “প্রথম আলোতে প্রকাশিত ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’ শিরোনামের প্রতিবেদনকে”।

‎রোববার (২০ এপ্রিল) হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি।

‎দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনাদের মতোই ভারত বা “র” এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম।

‎বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এতো যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সঙ্গে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম।

‎তিনি বলেন, আমি সেটা করিনি এবং করবও না। যতোই তথ্যসন্ত্রাস করেন আমি ভারত আর “র” এর বিরুদ্ধে কথা বলা থামাবো না, আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না।

‎ফেসবুক পোস্টে হাসনাত আরও বলেন, আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করি ট্যাক্স রিটার্ন সবকিছুই একসেস করা যায়। আপনারাও একসেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি।

‎চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংএ আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্নও হয়নি। অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারও কাছ থেকে এক টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক যেকোনোভাবে।

‎সরকারি-বেসরকারি যেকোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। “প্রথম আলো” বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। “র” এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এ তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এসব তথ্যসন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না।

‎যতদিন দেহে প্রাণ আছে আমি এ দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাবো। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয় হোক। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, “র” আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন: ইসলামী যুব আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক: ‎জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার...

রাজনীতি

একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেননা এমন প্রস্তাবে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন

‎স্টাফ রিপোর্টার, ঢাকা:‎ ‎বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একই ব্যক্তি সরকার...