পটুয়াখালী সংবাদদাতা:
অকস্মাৎ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর দুমকীতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছ উপরে পড়েছে। গাছ উপরে পড়ে দুই জন আহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়।
সোমবার আনুমানিক দুপুর ২টার দিকে ঝড় শুরু হলে দুমকি-বগা-বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহেন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়। ঝড়ের তাণ্ডবে একটি বড় রেইন্ট্রি গাছ উপরে পড়ে। এতে বাউফলগামী একজন যাত্রীসহ ড্রাইভার আটকা পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Leave a comment