Monday , 12 May 2025
Home সারাদেশ চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতাসহ ১০ জনকে আটক
সারাদেশ

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতাসহ ১০ জনকে আটক

গাজীপুর সংবাদদাতা:

এনজিও ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদল ও যুবদলের নেতা সহ ১০ জনকে কোমড়ে দড়ি বেঁধে থানায় নেয়া হয়েছে।

গাজীপুর নগরীর পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০) মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩)। ভোলা সদরের ইলিশা গ্রামের জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বাকেরগঞ্জ উপজেলার দেউলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকা রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুর কোতয়ালি থানা এলাকার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ী মাষ্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে “সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে”। ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেয় আটককৃতরা।

ওই ঘটনায় সোহেল রানা বাদি হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘ওই এনজিও এর মালিকের কাছে ঢাকার বিএনপির এক নেতার আত্মীয় টাকা পাবেন। এনজিও মালিক টাকা দিতে টালবাহানা করছিলেন। বিষয়টি নিয়ে রোববার পোড়াবাড়ী এলাকায় একটি অফিসে সমঝোতার বৈঠক চলছিল। ওই এনজিও মালিক সেনাবাহিনীকে কল করে তাদের ধরিয়ে দিয়েছেন। তাদের কাছে কেউ চাঁদা দাবি করতে যায়নি।’

মহানগর ছাত্রদলের সভাপতি মো. রোহানুজ্জামান বলেন, ‘একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তারা কেউ চাঁদাবাজি করতে যায়নি। এনজিও প্রতিষ্ঠানে টাকা পাওনার বিষয় নিয়ে সমঝোতা করতে গিয়েছিলেন।’

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

আমতলী শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা...

সারাদেশ

ঝিনাইদহে প্রতিপক্ষের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ

ঝিনাইদহ সংবাদদাতা: সীমান্ত চোরাচালানে আধিপত্য বিস্তার নিয়ে জোড়া হত্যাকাণ্ডের জেরে ঝিনাইদহের মহেশপুরে...

সারাদেশ

কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়ে আটক ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না

কক্সবাজার সংবাদদাতা চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে...

সারাদেশ

জাল সনদে মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ বছর চাকুরী

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদে জাল...