ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভিক্ষুক নুরজাহানকে মোবাইল ক্রয়ের জন্য জন্য টাকা উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার। ভিক্ষুক নুরজাহান নান্দাইল উপজেলা খাকচরের মৃত মো.গোলাপ মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে দিকে ভিক্ষুক নুরজাহান তার ক্রয় করা মোবাইল ফোন দেখাতে আসেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারকে।
ভিক্ষুক নুরজাহান বলেন আমি অতি দরিদ্র মানুষ। আমার তিনটি সন্তান রয়েছে। মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাই। আমার সন্তানদের সাথে যোগাযোগ করতে পারিনা এবং সন্তানেরাও আমার খুজ খবর নিতে পারে না। তাই তিনি উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারকে সামনে পেয়ে কিছু টাকা চাইলেন।
তখন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার টাকা চাওয়ার কারণ জিজ্ঞাসা করলে উত্তরে ভিক্ষুক নুরজাহান মোবাইল ক্রয়ের কথা বললেন এবং সেই সাথে মোবাইল ক্রয়ের কারণ গুলো বললেন।
ঠিক তখন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার (২৮ এপ্রিল) সোমবার তাকে কিছু টাকা উপহার দেন। আর ভিক্ষুক নুরজাহান সেই টাকা দিয়ে একটি মোবাইল ফোন ক্রয় করেন। আর সেই ক্রয় করা মোবাইল ফোন দেখানোর জন্য ভিক্ষুক নুরজাহান আজ উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার এর কাছে।
তখন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার ভিক্ষুক নুরজাহানের শারীরিক অবস্থা,সারাদিন কি খেয়েছে, চলাচলের অবস্থা ও বর্তমানে তিনি কিছু খাবেন কিনা ইত্যাদি দেখবালের বিষয়ে অবগত হয়ে তাকে বিদায় জানালেন।
জয়
Leave a comment